রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় টমেটো চাষে ব্যাপক সাফল্য লক্ষ্য করা যাচ্ছে। উপজেলায় গত এক যুগ ধরে শীতকালীন হাইব্রিড টমেটো চাষ হলেও এ বছর প্রায় ১০ হাজার টমেটো চাষী অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার আশা রাখছে। উপজেলা কৃষি অধিদপ্তর তথ্য মতে, চলতি বছর গোদাগাড়ীতে ২ হাজার ৭শ ৪৪ হেক্টর জমিতে হাইব্রিড এফ-১ ১৬ টি জাতের টমেটো চাষ করা হয়েছে। গোদাগাড়ী থেকে উৎপাদিত টমেটো ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ফেনী, নাটোর, বগুড়া, কুমিল্লা সহ দেশের বিভিন্ন শাকসব্জির বাজারে চাহিদা থাকার কারণে গোদাগাড়ীতে টমেটো ক্রয়ের জন্য ব্যবসায়ীরা আগ্রহ প্রকাশ করে থাকে। বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের তথ্যমতে, কাঁচা টমেটো পাকানোর ক্ষেত্রে প্লান গ্রোথ হরমোন স্প্রেপ্রয়োগ করা হলেও এটি দেহের জন্য ক্ষতিকর কোন প্রভাব সৃষ্টি করবে না। তবে প্লান গ্রোথ হরমোন স্প্রেকরার সময় লক্ষ্য রাখতে হবে যেন অতিরিক্ত মাত্রায় স্প্রেপ্রয়োগ না করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS