কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় ব্যাপকভাবে সরিষা চাষ হয়ে থাকে। সরিষার ফুলে ফুলে মাঠ ভরে গিয়ে হলুদ রঙের সমারোহ দেখা দেয়। ২০১২ সালে উপজেলায় ৪ হাজার ৭৭৫ হেক্টর জমিতে টরি-৭, বারি-৯, ১১, ১৪, ১৫, বিএডিসি-১ ও স্থানীয় জাতের সরিষা চাষ করা হয়। উপজেলার কাঁকনহাট, দেওপাড়া, গোগ্রাম, চর আষাড়িয়াদহ, মোহনপুর, পাকড়ী, রিশিকুল এলাকায় সরিষার চাষ হলেও বাসুদেবপুর বিলচড়াই মাঠে সবচেয়ে বেশি সরিষার চাষ হয়ে থাকে। জমিতে রোপনকৃত সরিষার ফুল আসায় যেমন হলুদ রঙের বাহার দেখা যায় তেমনিভাবে মৌমাছির আগমন ঘটে ব্যাপক। সেই সাথে ব্যস্ত মধু চাষীরা মধু সংগ্রহ করতে সরিষার জমিতে এক ধরনের কাঠের বাক্স ও নেটজালব্যবহার করে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস