গোদাগাড়ী উপজেলার আয়তন ৪৭৫.২৬ বর্গ কিঃ মিঃ। এটি ২৪০ ২১ থেকে ২৪০ ৩৬ উত্তর অক্ষাংশে এবং ৮৮০ ১৭ থেকে ৮৮০ ৩৩ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। গোদাগাড়ীর উত্তরে তানোর উপজেলা, পূর্বে পবা উপজেলা, দক্ষিণে ভারতের মুর্শিদাবাদ জেলার লালগোলা ও ভগবান গোলা থানা এবং পশ্চিমে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কর্তৃক পরিবেষ্টিত। গোদাগাড়ীর ভূ-প্রকৃতি বৈচিত্র্যময়। এই অঞ্চলের ভূমির গঠন অসমতল প্রাচীন পেস্নস্টোসিন যুগের সৃষ্ট বরেন্দ্র ভূমির অসমতল শিল্ড দ্বারা গঠিত। এই উপজেলার উত্তরাঞ্চলের ভূ-প্রকৃতি অসমতল লালমাটি দ্বারা গঠিত হলেও দক্ষিণ-পশ্চিমাঞ্চল পদ্মানদীর চরাঞ্চল প্রায় সমতল ভূমি। একে গাঙ্গেয় পস্নাবন সমভূমি বলা হয়। স্বাধীনতার পর ফারাক্কার প্রকোপে চাঁপাইনবাবগঞ্জের পশ্চিমাঞ্চলে নদী ভাঙ্গনের ফলে অনেক বিপন্ন মানুষ এসে এই অঞ্চলে জনবসতি গড়ে তোলায় ও ভূমির মালিকানা গ্রহণ করায় নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী অধ্যুষিত গ্রামগুলো আর পূর্বের অবস্থানে নেই। এই জনপদেও ঘটেছে বিচিত্র ঘটনা ও বিবর্তন। ফলে সংখ্যা গরিষ্ঠের প্রভাবে সংখ্যালঘু নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর অর্থনৈতিক-সাংস্কৃতিক স্বকীয়তা বিলুপ্ত হতে বসেছে। রাজশাহী জেলা শহর হতে সড়ক পথে গোদাগাড়ী উপজেলার দূরত্ব ৩০ কি.মি.।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস