Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলার পটভূমি

পদ্মা নদী বিধৌত উপজেলা হচ্ছে গোদাগাড়ী। প্রমত্তা পদ্মা নদী গোদাগাড়ীকে পূর্ব-পশ্চিমে দুই অংশে বিভক্ত করেছে। পশ্চিমাংশে ১টি ইউনিয়ন এবং ৮টি ইউনিয়ন ও ২টি পৌরসভা। পশ্চিমাংশ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দ্বারা সংরক্ষিত। পূর্বাংশ উঁচু ও বরেন্দ্র ভূমি উন্নত এলাকা। বরেন্দ্র এলাকা হিসেবে উঁচু স্থানে অবস্থান হওয়ায় এখানকার যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত। আধুনিক নগর না হলেও নাগরিক সুবিধা ও জীবনযাত্রার মান পূর্বের যে কোন সময়ের চেয়ে ভালো। বিদ্যুৎ, টেলিফোন-মোবাইল, হাসপাতাল, শিক্ষা ইত্যাদি এলাকার আর্থ-সামাজিক অবস্থার উন্নতি ঘটিয়েছে এবং এই অবস্থা থেকে আর পিছিয়ে যাবার সুযোগ নেই। এই উপজেলায় কি কি আছে তার একটি চিত্র এই তথ্য বাতায়নে উল্লেখ করার চেষ্টা করা হয়েছে। গোদাগাড়ী উপজেলার বিদ্যমান অবকাঠামো, প্রতিষ্ঠান ও সরকারি বিভিন্ন বিভাগের উপজেলার খাতভিত্তিক তথ্য এই তথ্য বাতায়নে সন্নিবেশিত হয়েছে। উপজেলায় কর্মরত বিভিন্ন বেসরকারি সংগঠনের কার্যক্রমও এখানে আলোচনা করা হয়েছে। তথ্য বাতায়নে প্রদত্ত তথ্যাবলী নাগরিকদের উপজেলা পরিষদে সরকারের হস্তান্তরিত ও অহস্তান্তরিত বিভাগের বিভিন্ন কার্যক্রম ও সেবা সম্পর্কে জানতে সহায়তা করবে।